Duration 3:17

কেন মার্কিন ডলার মুদ্রার রাজা Why the US dollar is the king of currencies

99 watched
0
3
Published 22 Dec 2019

ডলারের বদলে ইন্টারন্যাশনাল ট্রেডে সোনা ব্যাবহার করার আহবান। খুবই বিপদজনক পথে হাটছেন মাহাথির ও এরদোয়ান।The call for the use of gold in international trade instead of dollars Why the US dollar is the king of currencies The US Dollar,Why is the king of Currencies ভিডিও টি দেখতে পারেন। /watch/wu3uFRBMEqHMu সম্প্রতি কুয়ালালামপুর এর অনুষ্ঠিত সম্মেলনে মুসলিম দেশগুলোকে ডলারের বদলে সোনা ব্যাবহার এর আহবান জানিয়েছে এরদোয়ান, মাহাথির ও হাসান রুহানি। আমেরিকা যদি একটা দানব হয় তবে সেই দানবের প্রাণ ভোমরা হল ডলার৷ ডলারের কারনেই আমেরিকা এত শক্তিশালী হয়েছে। কিভাবে ব্যাখা করছি। সেকেন্ড ওয়াল্ড ওয়ারের পরে বিজয়ী শক্তিগুলো সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল ট্রেড হবে ডলারের ভিত্তিতে৷ আর যেকোন রাষ্ট্র চাইলে আমেরিকার কাছে থেকে ডলার ভাংগিয়ে সোনা নিতে পারবে৷ তার মানে দাড়ায়, আমেরিকা সোনা জমা রাখার বিপরীতে ডলার ছাপাবে৷ কিন্তু আমেরিকা প্রতিশ্রুতি ভংগ করে আমেরিকার হাতে জমা থাকা সোনার চেয়ে বেশী পরিমাণে ডলার ছাপানো শুরু করল। এই সময়ে ফ্রান্স ঘোষণা দিল তারা তাদের কাছে থাকা ডলার ভাংগিয়ে সোনা নিবে৷ আমেরিকা পড়ে গেল বিপদে৷ আমেরিকা প্রতিশ্রুতি ভংগ করল এবং ঘোষণা দিল তারা ডলারের বিপদে সোনা দিতে পারবে না, ডলার ভাংগাতে চাইলে তাদের কাছে থেকে পণ্য কিনতে হবে৷ এরপর থেকে আমেরিকা যত খুশী তত ডলার ছাপানো শুরু করল। তাহলে প্রশ্ন তাহলে সেই সময়ে ব্রিটেন, ফ্রান্সের মত দেশগুলো ডলার বাদ দিল না কেন? কারন হল ডলার বাদ দিলে তাদের ও ক্ষতি। কারন তাদের হাতে বহু ডলার জমা হয়ে আছে। তারা ডলার বয়কট করলে, ডলার ওয়াল্ড ভ্যালু হারালে তাদের আয় করা ডলারগুলো কাগজের টুকরো হয়ে পড়বে৷ তাই তারা বাধ্য হয়ে ডলারে লেনদেন অব্যাহত রাখল।। এভাবে আমেরিকা টাকা বানানোর মেশিন পেয়ে গেল৷ যুদ্ধ দরকার, ছাপাও ডলার। কোথাও সরকার ফেলিয়ে দেয়া দরকার ছাপাও ডলার৷ ধরুন, বাংলাদেশ উগান্ডা থেকে একটা জাহাজ কিনবে৷ এই জাহাজ কিনতে বাংলাদেশকে ডলার আয় করা লাগবে৷ এই ডলার বাংলাদেশ কোথায় পাবে? রপ্তানি পণ্য থেকে আয় করতে হবে অথবা রেমিট্যান্স থেকে পেতে হবে৷ অপর দিকে আমেরিকার ডলার আয় করতে, প্রিন্টিং মেশিন থাকলেই হবে৷ আমেরিকা বানায় টাকা আর সেই টাকা আমরা ব্যাবহার করি৷ এর ফলে আমেরিকা গবেষনা খাত, যুদ্ধ খাতে ইচ্ছামত ব্যায় করতে পারে। কারন ডলার তো আমেরিকার আয় করা লাগে না বরং ডলার বানায়। আমেরিকা যদি বেশী ডলার ছাপায় তবুও সেটা আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি ঘটাবে না। কারন আমেরিকার ছাপানো ডলারের ২/৩ অংশই আমেরিকার বাজারে নয় বরং ওয়াল্ডের বাজারে ফ্লো করে৷ তাই মুদ্রাস্ফিতী নিয়েও আমেরিকার ভাবনা নেই৷ ডলার কে আরো শক্তিশালী করে সাউদি বাদশাহ ফয়সাল৷ ফয়সালসহ ওপেক সিদ্ধান্ত নেয় তেলের ক্রয় বিক্রয় হবে ডলারে৷ সোনা বা অন্য কোন মুদ্রায় ওপেক তেল বিক্রি করবে না৷ তেল ছাড়া ওয়াল্ড অচল৷ আর ডলার ছাড়া তেল কেনা সম্ভব নয়৷ আর ডলার ছাপানোর মেশিন আমেরিকার কাছে৷ যদি সত্যই তুরষ্ক, ইরান, কাতার, মালেশিয়া ডলার বয়কট করে তবে সেটা হবে আমেরিকার প্রাণ ভোমরায় হাত দেয়ার মত ঘটনা। আমেরিকার সাথে যুদ্ধ ঘোষনা করার শামিল। আমেরিকা এরকম কিছু সহজে সহ্য করবে না৷ আমেরিকা হায়েস্ট লেবেলে চেষ্টা করবে এরদোয়ান, মাহাথির ও কাতারের আমিরকে ক্ষমতা থেকে বা দুনিয়া থেকে সরিয়ে দিতে৷ আর যদি মুসলিম ৪ টি দেশ এই প্রক্রিয়ায় সফল হয় তবে মুসলিম উম্মার সুবাহ সাদিক খুব বেশী দূরে নাই। আল্লাহ তাদের সফল করুক। ডলার কিভাবে এত শক্তিশালী হল সেটা বুঝতে TRT এর ভিডিও টি দেখতে পারেন। Related Link:- ইরানের আজকের খবর, রেডিও তেহরানের বাংলা খবর, www.ইরানী খবর, ইরান খবর, তেহরান ইরান, ইরানের নতুন খবর, বিশ্ব সংবাদ ইরান, parstoday, Why dollar is used in international trade?, Why is the USD used as a major reserve currency?, Is gold used as currency?, Why did we go off the gold standard?, why dollar is global currency, how dollar became world currency, new global currency to replace the dollar, gold standard, why was the gold standard abandoned, gold standard history, why dollar is used as international currency quora, history of reserve currencies,

Category

Show more

Comments - 0